রাখি পূর্ণিমা
ভাই-বোনের সম্পর্ক মানেই সারা দিন খুনসুটি আর ঝগড়া। ভাই বোনের চুল টেনে পালাচ্ছে আর বোন ভাইয়ের গোপন কথা ফাঁস করে দিচ্ছে মায়ের কাছে --- এ তো চলতেই থাকে। কিন্তু সারা বছরের এই চেনা ছবি বদলে যায় দু-একটা দিনে এসে। তারই অন্যতম হল রাখি পূর্ণিমা। এদিন বোন ভাইয়ের হাতে পরিয়ে দেয় রাখি, আর পরিবর্তে হাসি, আনন্দ আর একরাশ ভালোবাসা। সঙ্গে উপহারও কিছু আসে বৈকি।
এবার রাখিতে আদরের বোনকে কী উপহার দিয়ে চমকে দেবেন, তাই ভাবছেন? আমরা সাজিয়ে দিলাম এমনই কিছু উপহারের তালিকা। এর মধ্যে থেকে যে কোনও একটা বোনকে দিলে তাঁর মুখে হাসি ফুটবেই।
তাই বোনকে খুশি করার জন্য তাকে সুন্দর একটা চকলেট গিফট করুন
দোস্ত তুই আমার গার্লফ্রেন্ডের সাথে মজা করিস এবার রংপুর থেকে আয় বাগেরহাট আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়ে তোর হাতে রাখি বাধাবো
ردحذفإرسال تعليق